শিরোনামঃ তুমি আকাশের বুকে
কথাঃ তরুন মুন্সী
কন্ঠঃ খালিদ
সুরঃ তরুন মুন্সী
অ্যালবামঃ তুমি আকাশের বুকে
তুমি আকাশের বুকে লিরিক্স
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার আজানা?
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন
আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
অলির কথা শুনে লিরিক্স-Oliro Kotha Shune Bokul Hashe Lyrics.