তোর মনের পিঞ্জিরায় লিরিক্স
আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো ন। আমার
আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন
নিদয়া তুই পাষাণ বন্ধু এতো রে কঠিন
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এত করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
____________
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ?
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমা সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
_________
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
অলির কথা শুনে লিরিক্স-Oliro Kotha Shune Bokul Hashe Lyrics.
- Get Spiritual Quotes daily