পিছু ফিরে ফিরে চাই লিরিক্স ft. Shafin
Pichu Firey Firey Chay |
শিল্পী: সাফিন আহমেদ
পরিচালনায়: এস আরমান
মনে পড়ে প্রথম প্রেমের শর্তটা,
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরোতা। [x2]
তুমি দিয়েছো আঘাত,
এই চোখের জলোস্রোত,
ভুলতে তোমায় পারিনা।
পিছু ফিরে ফিরে চাই
শুধু আধারে হারায়
চাঁদের দেখা মেলে না আ আ….
মনে পড়ে প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরোতা।
বিষন্ন প্রহর পাতা ঝরা ভোর
বিনি সুতাই বুনে চলে
স্বৃতিরই চাদর. . . .
উদাস এ জীবন সেতো
তোমারই কারন
ক্ষয়ে ক্ষয়ে যায় আমার
ধূষর এ মন।
তুমি দিয়েছো আঘাত,
এই চোখের জলোস্রোত,
ভুলতে তোমায় পারিনা।
পিছু ফিরে ফিরে চাই
শুধু আধারে হারায়
চাঁদের দেখা মেলে না আ আ….
মনে পড়ে প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরোতা।
নিঃসঙ্গ একা স্বৃতির ধুপশিখা।
পোড়ায় তবু তোমার পায়না দেখা
ব্যাথার গাঙচিল খোজে সুখনিড়,
মেঘে ঢাকা আকাশে হয়েছে বিলিন।
তুমি দিয়েছো আঘাত
এই চোখের জলোস্রোত,
ভুলতে তোমায় পারিনা।
পিছু ফিরে ফিরে চাই
শুধু আধারে হারায়
চাঁদের দেখা মেলে না আ আ….
মনে পড়ে প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরোতা।[x2]
Note: If copy please Credit Us.