100+ অংকের ধাঁধা উত্তর সহ | গাণিতিক ধাঁধা | অঙ্কের ধাঁধার ছবি | Math ধাঁধা - Song, WebSeries & Movies

100+ অংকের ধাঁধা উত্তর সহ | গাণিতিক ধাঁধা | অঙ্কের ধাঁধার ছবি | Math ধাঁধা

আসসালামুআলাইকুম সবাইকে Lyricsdsong.COm এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Lyricsdsong,Com নিয়ে আসলো অংকের ধাঁধা উত্তর সহ,  গাণিতিক ধাঁধা,  অঙ্কের ধাঁধা,  Math ধাঁধা, সংখ্যা দিয়ে ধাধা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।

অংকের ধাঁধা উত্তর সহ  

গাণিতিক ধাঁধা  

অঙ্কের ধাঁধা  

Math ধাঁধা 

সংখ্যা দিয়ে ধাধা

★তিন অক্ষরে নাম,,,,, বহুলোকে খাই মাঝের অক্ষর ছেড়ে দিলে শ্বশুরকুলের ভাই,,,,,,

শেষের অক্ষর ছেড়ে দিলে অভিশাপ বুঝায় উত্তর না দিতে পারলে তুমি তো গাধা – ই,,,,!!!!! 

**উত্তরঃ শাপলা*

★তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে,,,,,, 

প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছা করে,,,,,,

মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে,,,!!!! 

**উত্তরঃ বিছানা**

★তিন বর্ণে নাম কার আলোকে বুঝায় প্রথম বিহনে দেখো মানুষের গায়,,,,,,, পেট কেটে দিলে যায় মেয়েদের পায়,,,,,,, লেজ বিহনে দেখো উড়িয়া বেড়ায়,,,,,!!!!

** উত্তরঃ মশাল**

★দশ মাথা এক হাত চলমান তাঁবু,,,,,, রোদে – জলে তাঁবু মেলে হেঁটে যান বাবু,,,,!!!!! 

**উত্তরঃ ছাতা**

★তিন বর্ণের নামটি তার পেশাধারী নর,,,,,, বিয়ে – শাদী নিয়ে সে যে ঘুরে নিরন্তর,,,,!!!! 

**উত্তরঃ ঘটক**

★তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী,,,,,,, 

মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি,,,,, 

কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে,,,,,, 

মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে,,,,,!!!! 

**উত্তরঃ বকুল**

★আট পা আঠারো হাঁটু জাল ফেলিয়া মরা ঠেটু শুকনায় ফেলিয়া জাল গাছে উঠিয়া নিল ফাল,,,,,!!!!!! 

**উত্তরঃ মাকড়শা**

★তিন অক্ষরে নাম তার রাজ্য শাসন করে,,,,, 

প্রথম অক্ষর দিলে বাদ সব মানুষকে ধরে,,,,,, 

শেষেরটা ছেড়ে দিলে,,,,,, সবাই কেটে পড়ে,,,!!!!!! 

**উত্তরঃ বাদশা**

★তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ,,,,!!!!! 

**উত্তরঃ আসাম**

★তিন বর্ণে নাম কার ফুলে ফলে ভরা,,,,,, 

মাথা কাটলে গান শুনি প্ৰাণ আকুল করা,,,,, 

পেট কাটলে বন্যা হয় দেশ ভাসায়ে দেয়,,,,,, 

বলো দেখি ভাইবোনেরা কিবা তাকে কয়,,,,,!!!! 

**উত্তরঃ বাগান**

Tag: অংকের ধাঁধা উত্তর সহ,  গাণিতিক ধাঁধা,  অঙ্কের ধাঁধা,  Math ধাঁধা, সংখ্যা দিয়ে ধাধা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top