এই বৃষ্টি ভেজা রাতে, তুমি নেই বলে সময় আমার কাটেনা।
![]() |
Ei Bristy Veja Rate Lyrics |
তুমি নেই বলে,
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না,
পাখি কেন গান গায় না,
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা? [x2]
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
কাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে যায়না,
মেঘের ভেলায় ভাসে না
ভেসে তুমি কেন আসোনা।
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
কাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে যায়না,
মেঘের ভেলায় ভাসে না
ভেসে তুমি কেন আসোনা।
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
হৃদয়ের যত অনুভুতি আছে,
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ফুলগুলো কেন হাসেনা,
হৃদয় দোলা দেয়না,
আবেশে তে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা।
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
———Artcell.
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
হৃদয়ের যত অনুভুতি আছে,
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ফুলগুলো কেন হাসেনা,
হৃদয় দোলা দেয়না,
আবেশে তে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা।
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
———Artcell.
New Song Lyrics
Onnoshomoy (অন্যসময়) || Artcell ( আর্টসেল) || Bangla Band Song Lyrics
Angul (আঙুল) || Tahsan (তাহসান) || Bangla Song Lyrics.
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা || তাহসান || বাংলা গানের লিরিক্স
Prematal (প্রেমাতাল) - Bindu Ami || Tahsan || Bangla Song Lyrics
Bolbona Go Ar Kono Din || Sukumar Roy || Song Lyrics In Bengali.
Holud Kham (হলুদ খাম) ft. Tasrif Khan Full Song lyrics.
Oprapti (অপ্রাপ্তি) || Tahsan || Bengali Song Lyrics In Bangla.
Amar Poth Chola (আমার পথ চলা) || Artcell || Bangla Song Lyrics.
Oniket Prantor (অনিকেত প্রান্তর) || Artcell || Album Oniket Prantor || Bangla Song Lyric.
Ei Bidaye ( এই বিদায়ে) || Artcell Band || Bangla Song Lyrics
Koisor (কৈশোর) Bengali Song lyrics by Oblique Band
Bhondo (ভন্ড) Oblique Band Full Song Lyrics Collection
Kemon Acho (কেমন আছো) Ashes Band Popular Song Lyrics.
Charpoka (ছারপোকা) by Ashes Band Full Lyrics.
0 comments: