এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি লিরিক্স
![]() |
Akhon Ami Lyrics |
Akhon Ami Song Details:
Lyrics, Tune & Vocal: Shopnoloke @oV
Album: Chotto Asha
Produced By: Agniveena
Directed By: Alif Ahsan Bipu..
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে,
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে,
ভালবাসি তোমায় আমি এইকথা জানি,
তবে বলবো না আর আগের মত এখন আমিইই.....।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে,
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি,
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
Album: Chotto Asha
Produced By: Agniveena
Directed By: Alif Ahsan Bipu..
Akhon Ami Onek Valo - Bangla Song Lyrics
এখন আমি অনেক ভালো,তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে,
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে,
ভালবাসি তোমায় আমি এইকথা জানি,
তবে বলবো না আর আগের মত এখন আমিইই.....।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে,
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি,
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু..........হুইহু........আ..আ..হা....আ
Tags: Akhon Ami Onek Valo, Chotto Asha, Bengali Songs Lyrics, এখন আমি অনেক ভালো, বাংলা গানের লিরিক্স।
More Popular Lyrics
- Onnoshomoy (অন্যসময়) || Artcell ( আর্টসেল) || Bangla Band Song Lyrics
- Angul (আঙুল) || Tahsan (তাহসান) || Bangla Song Lyrics.
- Amar Poth Chola (আমার পথ চলা) || Artcell || Bangla Song Lyrics.
- Oniket Prantor (অনিকেত প্রান্তর) || Artcell || Album Oniket Prantor || Bangla Song Lyric.
- Ei Bidaye ( এই বিদায়ে) || Artcell Band || Bangla Song Lyrics
- Koisor (কৈশোর) Bengali Song lyrics by Oblique Band
- Bhondo (ভন্ড) Oblique Band Full Song Lyrics Collection
Akhon ami onek valo tomai chara thakta pari,
ReplyDeletebolanato kew ager mato korona barabari......
amar akash amar sobe ami amar mato kora gusia
niase......
jodi sopnotaka apon kora dakhtasakala toba majh
potha hat ta chara ki bojhala???
valobashi tomai ami akotha jania,toba bolbo na ar ager
maton akon ami...............
amar akash amar sobe ami amar mato kora gusia
niase......
jodi ghuri taka uriaya diya chara diba.....toba badho
sashon kano amaka badhla?????
bristy taka joriya dhora ajo kadase, choker pani mucha
diba bola ar vabini...........
akhon ami onek valo tomai chara thakta pari
bolanato kew ager mato korona barabari.....
posted by Admin.........
Bangla Song Lyrics, Bangla All Song Lyrics, Bangla Gaan Lyrics, Bangla Ganer Lyrics, Bangla Song Lyrics, Bd Song Lyrics
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete