Holud Lamp Post (হলুদ ল্যাম্প পোস্ট) is Popolar Band Song Composed by Ashes.
This Lyrics Was Writtten by Very Popular Person Zunayed Evan. This Song 1st release on Youtube in 2015.Full Info:
Song: Holud Lamp Post.
Band: Ashes.
Lyrics & Tune: Zunayed Evan.
Mixed & Mastered: Sultan Rafsan Khan.
Holud Lamp Post (হলুদ ল্যাম্প পোস্ট) || Ashes Band || Bangla Song Lyrics.
ইচ্ছে হলে জল হয়ে যায় ভুল তরুণী
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল।
ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়।
হঠাৎ করে জানালাতে রাগ ভেঙ্গে গেছে
জানালাতে কাঁদছিল চোখ ভীষণ লাজুক
হঠাৎ করে জানালাতে লাজ উঠে যায়
লাজ ভয়ে সারাটিক্ষন চুপচাপ প্রেমিক
ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে
ইচ্ছে হলে স্লিপ হয়ে ভুল সংকট
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ছাদে বৃষ্টি বিষণ্ণ বিকেল।
ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়।
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
কাঁদতে দেব তোমায়।
0 comments: