27 June, 2019

Itihas (ইতিহাস) || Artcell (আর্টসেল) || Bangla Song Lyrics.

Itihas (ইতিহাস) || Artcell (আর্টসেল) || Bangla Song Lyrics.


Song Details:
Itihas
Band: Artcell.
Album: Onnosomoy.

Itihas by Artcell Bangla Song Lyrics.

itihaas-artcell-lyrics


আজ আমি আলোছায়া,
আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে।

আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল নির্জনে
আপোষের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস
যাবে না ভাঙা চার দেয়াল ।
কুয়াশা ঢাকা স্বপ্ন আমার,
খুঁজে ফিরি ধুসর সীমানায়
বদ্ধ ঘরে আলোছায়ায়
থমকে থাকি নির্জনতায় ।
হয়নি পাওয়া কিছু আর
শুধুই অন্ধকার
আজ আমিই এক শূন্যতা,
তবুও চেয়ে রই মুক্তির আশায়...
শান্তির আশায়...
বিধাতারই একটু ইশারায়
ভেঙে গেছে স্বপ্ন অসহায়,
পথিকের মত খুঁজে ফিরি
পথে পথে করুণা ।
সত্য যা দেখ সবই
মিথ্যের মায়াজালে ঘেরা,
আমাদের সাথে ছলনা অদৃষ্টের করা..

0 comments: