27 June, 2019

Rupok (Akti Gan) || রূপক ( একটি গান) || Artcell (আর্টসেল) || Bangla Song Lyrics.

Rupok (Akti Gan) || রূপক ( একটি গান) || Artcell (আর্টসেল) || Bangla Song Lyrics.

Song Details:
Name: Rupok (Akti Gan)
Band: Artcell.
Album: Onnosomoy.

Rupok (Akti Gan) by Artcell Bengali Song Lyrics.

rupok-akti-gan-artcell-lyrics

মনের ভিতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
নেশার মতন থমকে থাকে
ক্লান্ত এ জীবন
ধ্বংস স্মৃতির পাড়ে বসে আমার আহ্বান
দুঃখ ভুলে নতুন করে

লিখছি তোমার এ গান
মিছিল ভাঙা নির্জনতায় দাঁড়িয়ে একা

আলোর নিচের অন্ধকারে স্মৃতির দেখা

চার দেয়ালের শব্দগুলো এখন শুধুই ছাই

মেঘের ঢাকা শহরটাতে তুই কেবল নাই
মনের ভেতর ভাঙ্গা গড়ার আদিম আয়োজন
শূন্যতায় ডুবে থাকে আমার সারাক্ষণ,
নিয়ম ভাঙ্গার মগজ জুড়ে এখন শুধুই ছক
তেপান্তরের নির্বাসনে হারিয়ে গেছে রূপক।
মনেই যুদ্ধ আমার নিজের সাথে লড়ি
স্মৃতির দেয়াল ছুঁয়ে হাজার মূর্তি গড়ি
চোখের দেখায় যা দেখি
আর হয়নি যা দেখা
অভিমানের নদীর তীরে
দাঁড়িয়ে থাকি একা
মনের ভেতর ভাঙা গড়ার
আদিম আয়োজন
শূন্যতায় ডুবে থাকে আমার সারাক্ষণ
নিয়ম ভাঙ্গার মগজ জুড়ে এখন শুধুই ছক
তেপান্তরের নির্বাসনে হারিয়ে গেছে রুপক

ভুল জন্মে কষ্ট আমার লেখার আপোষে
অদেখা এক স্বর্গ ভাসে অচেনা আকাশে
মনের ভেতর যুদ্ধ এখন
আমার সারারাত
অন্ধকারের কোলাহলে ধরেছি
তোমারই হাত
একলা ভীষণ আমার ঘরে
স্মৃতির হাহাকার
আলোয় চাইছি নিভিয়ে দেব
মলিন অন্ধকার
মনের ভিতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
মহাকালে মিলিয়ে গেলি হঠাৎ কখন

0 comments: