Chip Nouko (ছিপ নৌকো) Song by Tahsan Khan Lyrics In Bangla.
Song Details:Singer: Tahsan & Dilshad Nahar Kona
Music & Lyrics: Prince Mahmud
Starring: Saira Akhter Jahan & Ashfaq Rana
Album: Kheyal Poka (2016)
Music Label: G-Series
Amar Chip Noukai Esho By Tahsan & Kona Bangla Lyrics
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়েআড়াল দেয়াল রেখো না ......।
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে,
লাজুক লিরিক আর কল্পনা ...।
(হুম হুম............)
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণায়
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে,
দেখো লাজুক লিরিক কল্পনা ...।
(সুর .........।।)
আর অন্নক পৃথিবী এক, সে সবার মতো নয়,
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়,
আর অন্নক পৃথিবী এক, সে সবার মতো নয়,
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়
অধভুদ তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে, আনমনা ......
(হুম হুম............)
(সুর............।)
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নয়
তোমার বেথায় চোখটায় অবাক ,
তাই এমন মনে হয় ...।
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নয়
তোমার দেখার চোখটাই অবাক ,
তাই এমন মনে হয় ...।
অধভুত এই ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস, হাওয়ায় ,উড়ে , আনমনা ......
(হুম হুম............)
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে ...
তুমিও আড়াল রেখো না
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে ...
লাজুক লিরিক আর কল্পনা ......
(হুম হুম............)
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণায় ,
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে,
দেখো লাজুক লিরিক কল্পনা ...।
0 comments: