ঘুমন্ত শহরে ( Ghumonto Sohore) || Ayub Bacchu || LRB Band || Bangla Song Lyric
Song Details:Name: Ghumonto Sohore
Artist: Ayub Bacchu
Band: LRB.
Ghumonto Sohore By Ayub Bacchu Full Lyrics In Bangla.
ঘুমন্ত শহরে, রূপালী রাতে,
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে,
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি, আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাধন ছিড়ে,
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
ঘুমন্ত শহরে, রূপালী রাতে,
মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে,
অনন্ত প্রেম দিয়েছি উজার করে,
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেটেছি বাধা দুটি হাতে।
দূর আধারের ভালবাসায় হারাতে,
ছুটে ছিলাম সেই রূপালী রাতে।
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষনে
নগরের যত বিশাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে,
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে।
ঘুমন্ত শহরে, রূপালী রাতে,
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে,
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি, আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাধন ছিড়ে,
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
0 comments: