05 September, 2019

Beche Thakar Gaan | বেচে থাকার গান | Anupam Roy | Song Lyrics.

Beche Thakar Gaan Lyrics Durbine Chokh Rakhbo Na


The Song is sung by Anupam Roy Beche Thakar Gaan Song Lyrics.

Song Details:
Song Name: Beche Thakar Gaan.
Album Name: Durbine Chokh Rakhbo Na
Singer: Anupam Roy.
Beche-thakar-gaan

Beche Thakar Gaan Song Lyrics In Bangla:

যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু পায়ে বাধা ঘুঙ্গুর
যেনো আমি খুলতে দেবনা
যদি ফেলে দিতে বলে
ঘোলা জলে কোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেবো তা


জেনো আমি কুড়িয়ে নেবো তা
যদি খুলে নিতে বলে
দু পায়ে বাধা ঘুঙ্গুর
যেনো আমি খুলতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,

পরিচিত হাতের আদরে

সুখে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবনা

যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার
জেনো আমি থামতে দেবনা
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
আর আমি আমি জানি জানি (চলবে)

Tag: Beche Thakar Gan, Anupam Roy, Durbine Cokh Rakhbo Na, Bangla Song Lyrics

0 comments: