Nesha Kete Gele | Tamak Pata | Ashes Band | Bangla Song Lyrics.
TAMAK PATA (তামাক পাতা) LYRICS BY ASHES BAND.
Tamak Pata (তামাক পাতা) full lyrics by Ashes Band Bangladesh. The song was played by Zunayed Evan and lyrics was planned also by him.
Song Details:
Name: Tamak Pata (তামাক পাতা)
Band: Ashes Bangladesh
Album: Unknown
TAMAK PATA (তামাক পাতা) LYRICS IN BANGLA.
তুমি তামাক ধরো তামাক ছাড়োআগুন জ্বালিয়ে দাও।
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
তুমি মাঝেমাঝে আমার কাছে তোমারে চাইতা!
তুমি মাঝেমাঝে আমার কাছে আমারে চাইতা!
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে আমি
মনের বিরুদ্ধে নিজেরে দিতামরে
মনের বিরুদ্ধে কি? নিজেরে দেয়া যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে....
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে....
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে....
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে....
Comments
Post a Comment