Tor Premete Lyrics | তোর প্রেমেতে অন্ধ হলাম লিরিক্স | James

Tor Premete Ondho Holam Lyrics by James

Song Details:
শিরোনামঃ তোর প্রেমেতে
কন্ঠঃ জেমস
কথাঃ সোহানী হোসেন
সুরঃ বাপ্পা মজুমদার
সঙ্গীতঃ বাপ্পা মজুমদার

Tor Premete Ondho Holam Lyrics in Bangla

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে
আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে

তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল
কাঁটার সাথে করলাম সন্ধি
পায়ে পিষে ফুল
কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ

পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব
প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে।

তোর প্রেমেতে অন্ধ হলাম লিরিক্স - জেমস

Tag: Tor Premete Ondho Holam, Guru James, Lyrics, Bangla Song.
তোর প্রেমেতে অন্ধ হলাম লিরিক্স
Previous Post Next Post