20 October, 2019

Dukhini Dukho Korona by James Full Lyrics

Song Details:
শিরোনামঃ দুঃখিনী দুঃখ করো না
কন্ঠঃ জেমস
অ্যালবামঃ দুঃখিনী দুঃখ করো না
dukhini-dukkho-korona-lyrics

দুঃখিনী দুঃখ করো না - জেমস বাংলা গানের লিরিক্স

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

Tag: Dukhini Dukho Korona, Bangla Song Lyrics, James Song Lyrics 

0 comments: