16 October, 2019

Nesha | Arman Alif | Bangla Sad Song Lyrics 2019

Nesha - Arman Alif Bangla Sad Song Lyrics 2019


Song Details:
শিরোনামঃ নেশা
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
কম্পোজিশনঃ চন্দ্রবিন্দু
Nesha-arman-alif-lyrics

নেশা আরমান আলিফ বাংলা গানের লিরিক্সঃ

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।
তোমার মতো থাকলা
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই,
বলতা তুমি করতা শাসন
লাগতোরে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
কই গেলো কই?

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

Tag: Nesha, Arman Alif, Tomar Neshai Poira Ami, নেশা, আরমান আলিফ, বাংলা গানের লিরিক্স, Bangla Song Lyrics.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete