Ghorgari Lyrics by Highway
Song Name: Ghorgari
Album: Trainpoka
Band: Highway
Band Member: Nadvi, Ishmam, Eather, Samuel
আকাশ থেইকা নামলো পরী,
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে ।
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই ।
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার ।
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝা আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায় ।
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি।
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে।
Ghorgari Lyrics in Bangla
চাঁদনী রাইতে নদীর ওপারেআকাশ থেইকা নামলো পরী,
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে ।
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই ।
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার ।
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝা আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায় ।
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি।
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে।
ঘোরগাড়ি লিরিক্স - হাইওয়ে

Tags:
Bangla Songs Lyrics