KE TUI BOL LYRICS | Arijit Singh | Herogiri
Ke Tui Bol Lyrics by Arijit Singh from Herogiri
Ke Tui Bol Lyrics from Herogiri Bengali Movie. The song is sung by Arijit Singh Starring: Dev And Sayantika Banerjee. Bangla Song Lyrics written by Prasen And Music composed by Jeet Gannguli. Video song directed by Ravi Kinagi.Film: Herogiri
Singer: Arijit Singh
Lyrics: Prasen
Music: Jeet Gannguli
Director: Ravi Kinagi
Choreographer: Baba Yadav
DOP: Kumud Verma
Editor: Md. Kalam
Screenplay & Dialogues: N K Salil
Presenter: Nispal Singh
Produced by: Surinder Films
Ke Tui Bol Lyrics In Bangla
মন আমার তোর কিনারেহারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয় (x2)
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর।
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।
যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর্
নেমেছে চিবুক।
কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলোর অল্প ছায়ার
গল্প আমায় বল।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
Comments
Post a Comment