Amar Olosh Dupur Lyrics | Rupak Tiary | Arjama

Amar Olosh Dupur Lyrics by Rupak Tiary And Arjama

Amar Olosh Dupur Song Is Sung by Rupak Tiary And Arjama Bera. Music Composed by Rupak Tiary And Tomay Khoje Amar Alos Dupur Lyrics In Bengali Written by Manik Bera.

Song Info:
Song: Amar Olosh Dupur
Singer: Rupak Tiary & Arjama Bera
Lyrics: Manik Bera
Composer: Rupak Tiary
Programming, Mix & Master: Rupak Tiary
Direction & Post Production: Aditya Paul
Channel Adviser: Rohan Paul

Amar Olosh Dupur Song Lyrics In Bengali

তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর,
শূণ্য পাড়ায় বিষাদ মনের ভাঁজে
তীব্র ঝড়ে দীর্ঘশ্বাস সবার মাঝে।

পরিযায়ী মানুষ রঙ্গীন স্বপ্ন কাঁধে হাঁটে
অনেক দূর, অনেক দূর।

তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর।।

ঝিমিয়ে পড়া সময়গুলো
একটু হোকনা আড়াল,
আধ ভেজা প্রেম গুলো
তোমার চোখেই সামাল।

কান্না ভুলে আগলে রাখো
নিজের বুকে,
চাই হাঁটতে তোমার সাথে
দূরে বহুদূরে।

পরিযায়ী মানুষ রঙীন স্বপ্ন কাঁধে হাঁটে
অনেক দূর, অনেক দূর।

তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর।

আমার অলস দুপুর লিরিক্স - রূপক তিয়ারী

Post a Comment

Previous Post Next Post