Harate Debo Na Lyrics from Pure Love
Harate Debo Na Song Is Sung by Avraal Sahir And Prity Sheikh from Pure Love Bangla Natok. Starring: Afran Nisho And Tanjin Tisha. Music Composed by And Harate Debo Na Tomay Kokhono Lyrics In Bengali Written by Avraal Sahir.Song : Harate Debona
OST : Pure Love
Singer : Avraal Sahir & Prity Sheikh
Lyric, Tune & Music : Avraal Sahir
Story : Afran Nisho
Direction : Mohidul Mohim
DOP : Kamrul Islam Shubho
Label : GOLLACHUT
Harate Debo Na Song Lyrics In Bengali
তোমাকে শুধু তোমাকেআমি চেয়েছি কাছে পেয়েছি
ভালবেসেছি জীবনে।
না নানা ছেড়ে যাবোনা
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
তুমি এলে তো পেয়ে গেলাম
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।
চোখেরি আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে।
হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও হেলায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।
সবখানে, হৃদয়ের সবখানে
তোমারি আনাগোনা,
তুমি কি জানোনা
ভালবাসা আমার শুধু তোমায়।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।