Kanar Hat Bazar Lyrics | Folk Song - Song, WebSeries & Movies

Kanar Hat Bazar Lyrics | Folk Song

Kanar Hat Bazar Lyrics Folk Song

Kanar Hat Bazar Folk Song Is Sung by Baul Shafi Mondol. Music Composed by Ostad Aftabuddin Ahmed And Kanar Hat Bajar Lyrics In Bengali Written by Monomohan Dutta.

Song: Kanar Hat bazar
Singer : Baul Shafi Mondol
Music : Ostad Aftabuddin Ahmed
Lyrics : Monomohan Dutta
Director : Tanveer Khan
Label : Channel Nine

Kanar Hat Bazar Song Lyrics In Bengali

বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে,
নিজে কানা পথ চেনে না,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

পন্ডিত কানা অহংকারে
মাতবর কানা চুগলখোরে,
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে,
আন্দাজে এক খুঁটি গাড়ে,
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রসগোল্লা গো,
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,
আবার তেমনি লালন মদনা কানা
তেমনি লালন মদনা কানা,
ঘুমের ঘোরে দেয় বাহার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

কানার হাট বাজার ফোক গানের লিরিক্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top