Moner Moto Pagol Pelam Na Lyrics | Folk Song - Song, WebSeries & Movies

Moner Moto Pagol Pelam Na Lyrics | Folk Song

Moner Moto Pagol Pelam Na Lyrics Folk Song

Moner Moto Pagol Pelam Na Folk Song Is Performed By Late Tarak Das Baul. Cover Version Song Is Sung by Koushik Chakraborty. Same Song is Sung by Kartik Das Baul, Laxmandas Bau And Many Various Artists In Their Own Way.

Song: Moner Moto Pagol Pelam Na
Performed By: Late Tarak Das Baul

Cover Credits
Koushik Chakraborty : Vocals,Khomak & Harmonium
Deepayan Maitra : Keyboards
Arunangshu Bagchi : Acoustic Guitar, Banjo & Montaar
Deep Ghosh : Bass Guitar
Debangshu Bhattacharjee : Electric Guitar
Aniruddha Mondal : Drums, Dubki, Jhumoor,
Shakers & Kartaal
Video Concept & Edit : Koushik Chakraborty

Moner Moto Pagol Pelam Na Song Lyrics In Bengali

দেখি নকল পাগল সকল দেশে
নকল পাগল সকল দেশে,
আসল পাগল কয়জনা,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মত পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না।।

কেউ পাগল পিরিতি রসে
বিষয় লালসে, ধনের মানের যশের পাগল
আছে দেশে, ক্ষ্যাপা রে
ধনের মানের যশের পাগল আছে দেশে।

তারা মোহে মত্ত সদা চিত্ত
মোহে মত্ত সদা চিত্ত,
নিত্য সত্য মানে না।
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

শিবের মতো পাগল পাওয়া ভার
সুধা তে যে গরল জাগা হার
বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার,
ক্ষ্যাপা রে, বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার।

ও সে কিসের তরে ভিক্ষা করে
কিসের তরে ভিক্ষা করে?
ঘরে যার অন্নপূর্ণা ,
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

সবার ওপর এক পাগল আছে
এ জগৎ পাগল করেছে ..
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে,
ক্ষ্যাপা রে,
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে।

ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বাঁশির গানে বৃন্দাবনে
বৈদ্য উজান যমুনা ,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মতো পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না,
আমি মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

মনের মত পাগল পেলাম না লিরিক্স – বাউল গান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top