Ochena Lyrics by Hridoy Khan
Ochena Song is Sung by Hridoy Khan from Trapped Bengali Short Film. Starring: Monalisa, Hridoy Khan And Others. Kokhono Cheyecho Ki Jante Lyrics In Bengali Written by Arif Motahar And Composed by Hridoy Khan.Song : Ochena
Short Film : Trapped
Vocal & Composer : Hridoy Khan
Lyricist : Arif Motahar
Directed by : Hridoy Khan himself
Video Production : HK Production
Ochena Song Lyrics In Bengali
কখনও চেয়েছো কি জানতেআমি আসলেই কেমন আছি আর
আমি আর ওই, সেই আমি নেই
বদলে গেছি, বদলে গেছি
আগের মতো নেই।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..
তুমি জানলেও না বুজলেও না
কত ছিলে আপন,
কেনো স্বপ্ন আসে বেদনায় স্মৃতি ভাসে
চলে গেলে ঘুম ভেঙে কখন।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..
তুমি তো তেমনি আছো সবই তো ভুলে গেছো
আমি ছাড়া নিজেকে,
আমিও ভালা আছি এখনও বেঁচে আছি
ছাড়া তোমাকে।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..