Amar Keu Nei Lyrics by Mahtim Shakib
Amar Keu Nei Song Is Sung by Mahtim Shakib from Odvut Cheler Udvot Kando Natok Song. Starring: Sayed Zaman Shawon And Mumtaheena Chowdhury Toya. Music Composed by Rezwan Sheikh And Eto Boro Prithibite Amar Keu Nei Lyrics In Bengali Written by Snahashish Ghosh.
Song Info:
Song : Amar Keu Nei
Drama : Odvut Cheler Udvot Kando
Singer : Mahtim Shakib
Lyrics : Snahashish Ghosh
Tune & Music : Rezwan Sheikh
DOP : SK Sumon
Direction : Aalok Hasan
Label : Soundtek
Amar Keu Nei Song Lyrics In Bangla
নিজের কথা ভাবতে গিয়েওভুলেছে সবাই,
কাউকে স্বার্থের বাইরে গিয়েও
ভালোবাসা যায়।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই,
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই, আমার কেউ নেই।।
মনটা কেঁদে বলে এমন
কেউ যদি থাকতো,
হৃদয় উজাড় করে আমায়
অনেক ভালোবাসতো।
মনের ব্যাথা থেকেই গেলো
মনের ভিতরেই,
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই, আমার কেউ নেই।।
অকারনে আপন করে
নেওয়াটাই যার স্বভাব,
তার জীবনে ভালোবাসার
এতো কেন অভাব।
মনের ব্যাথা থেকেই গেলো
মনের ভিতরেই,
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই ...