Bhalo Thakar Thikanay Lyrics | Tanjib Sarowar

Bhalo Thakar Thikanay Lyrics by Tanjib Sarowar

Bhalo Thakar Thikanay Song Is Sung by Tanjib Sarowar from Chayachobi Bangla Natok. Starring: Apura And Mehazabien Chowdhury. Music Composed by Sajid Sarkar Hariye Jabe Tumi Somoyer Srote Valo Thakar Thikanay Lyrics In Bengali Written by Shomeshwar Oli.

Song : Valo Thakar Thikanay
Drama : Chayachobi
Singer : Tanjib Sarowar
Tune & Music : Sajid Sarkar
Lyrics : Shomeshwar Oli
Direction : Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shubho
Label : Soundtek


Bhalo Thakar Thikanay Song Lyrics In Bengali

হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।।

এতোদিনে ভুলে যাওয়ার কথা
মনে রাখার মতো ঘটেনি কিছু,
স্মৃতির সাথে হয়েছে সমঝতা
যাচ্ছি আমি তারই পিছু পিছু।

কিছু মানুষ ভাবে, কোথায় তারা যাবে
তাদের মনে দুঃখ কানায় কানায়।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।

হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।

ভালো থাকার ঠিকানায় লিরিক্স - তানজিব সারোয়ার


Previous Post Next Post