Mon Mojaiya Lyrics by Tanjib Sorowar
Mon Mojaiya Cover Version Song Is Sung by Tanjib Sorowar. Starring: Tanjib And Rajnandini Ritika. Amar Mon Mojaiya Re Lyrics In Bengali Written by Sm Shah Box Chisti. Same Song Is Cover by Helal, Abu ubayda And Many Various Artists In Their Own Way.
Song : Mon Mojaiya Re
Covered by : Tanjib Sarowar
Lyrics & Tune : Sm Shah Box Chisti
Music Re Arrangement : Talha Bin Ali
Director : Bishawjit datta
Mon Mojaiya Song Lyrics In Bengali
মন মজাইয়া রেদিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ,
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও ...
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও ..
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
পলকে পলকে ওঠে পানি রে।
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও ..