Jani Tumio Ghumate Paroni Lyrics | Sonu Nigam

Jani Tumio Ghumate Paroni Lyrics by Sonu Nigam

Jani Tumio Ghumate Paroni Song Is Sung by Sonu Nigam.

Song Info:
Song: Jani Tumi Ghumate Paroni
Singer: Sonu Nigam
Label: SangeetaJani Tumio Ghumate Paroni Song Lyrics In Bengali

জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি ..

একটু সহজ হতে ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ,
একটু সহজ হতে ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ,
যদি দু'জনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি ছিল বলো তাতে।
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি ..

এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বুঝোনাগো ভুল,
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বুঝনাগো ভুল,
যদি দুজনই ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।

জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
জানি তুমিও ঘুমাতে পারোনি...

জানি তুমিও ঘুমাতে পারোনি লিরিক্স - সোনু নিগম

Post a Comment

Previous Post Next Post