16 October, 2020

Jolchhobir Thikana Lyrics | Iman Chakraborty

Jolchhobir Thikana Lyrics by Iman Chakraborty

Jolchhobir Thikana Song Is Sung by Iman Chakraborty. Music Composed by Shamik Guha Roy And Jolchobir Thikana Lyrics In Bengali Written by Suman Mickey Chatterjee.

Song: Jolchhobir Thikana
Singer: Iman Chakraborty
Composer: Shamik Guha Roy
Lyrics: Suman Mickey Chatterjee
Mixing & Recording Engineer: Gaurab Ray
Director: Kaun
AD: Dev, Camera: Soumya Barik
Edit & Color: Bijaybrata Jyoti
Production Head: Swaraj Saha
Label: Amara Muzik Bengali

Jolchhobir Thikana Lyrics In Bangla

এ নদী পাহাড়তলী যায়
নতুন এক পথের অপেক্ষায়,
ভেসে যাই পালতোলা নৌকায়
ভরা স্রোতে প্রশ্ন খুঁজে পায়।

ঘর বাঁধি ছায়াপথে
জলছবির ঠিকানায়,
তোমার সাথে আমি
যেন নিছক ছলনায়।

ঘুরে ঘুরে রাত্রি শেষে
কোনো এক ঘুমের দেশে,
শুনি কোনো চেনা বাঁশির সুর।
বেমালুম আবছায়া হাওয়ায়
পাহাড়ি গাছের ছাওয়ায়,
চেনা মুখ একলা বহুদূর।

আমার শহরতলীর অলিগলি
পেরিয়ে অনেক পথ,
কেন ঢেউয়ের তালে ভাসিয়ে দিলে
পুরোনো শপথ,
আবার জ্যোৎস্ন্যা রাতেই আলতো হাতে
মুছিয়ে চোখের জল,
তোমার বিদায় বেলায় আড়চোখেতে
মুচকি হাসির ছল।

ঘর বাঁধি ছায়াপথে জলছবির ঠিকানায়
তোমার সাথে আমি, যেন নিছক ছলনায়।

মেঘেদের কোলে চড়ে যাই
ঘুরে ঘুরে, বেয়ে উঠি পাহাড়চূড়ায়,
বুনোফুলে ভরা আঙিনায়
সেই অদূরে, এ ফুলেও গন্ধ পাওয়া যায়,
তোমার চারপাশে বর্ষার মেঘ হাসে
ভিজে রংতুলি দেয় পাহারা,
কখন কি জানি তোমার হাতছানি
পাওয়ার ইচ্ছেরা দেয় ইশারা,
তোমার ঘরে আমি,
যেন নিচ্ছক ছলনায়।

এ নদী পাহাড়তলী যায়
নতুন এক পথের অপেক্ষায়,
ভেসে যাই পালতোলা নৌকায়
ভরা স্রোতে প্রশ্ন খুঁজে পায়।

ঘর বাঁধি ছায়াপথে, জলছবির ঠিকানায়,
তোমার সাথে আমি, যেন নিছক ছলনায়।

জলছবির ঠিকানা লিরিক্স - ইমন চক্রবর্তী

0 comments: