Tumi Khushi To Lyrics | Rishi Panda

Tumi Khushi To Lyrics by Rishi Panda

Tumi Khushi To Song Is Sung by Rishi Panda Bengali Song.

Song: Tumi Khushi To
Vocal, Music, Lyrics, Mix: Rishi Panda

Tumi Khushi To Song Lyrics In Bengali

রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার,
স্বপ্নগুলোয় আসছো তুমি বোঝোনা
আসার কি দরকার।

হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে,
কানের দুলে, রুক্ষ চুলে, হাত বোলালেও
দেখবো না তো আর।

কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?

এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে,
মানতাম না নিজেদের বারণ।

আজ একলা এ আকাশে
ঝড় উঠছে  চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষন।

হোক তুমি ভালো থেকো
নিজে নিজের ছবি এঁকো,
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়।

তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়,
ভয় পেলে সামলে নিও
পেরিও রাস্তা সাবধানে এবার।

কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?

তুমি খুশী তো লিরিক্স - ঋষি পণ্ডা

Previous Post Next Post