Amar Dehokhan Lyrics by Odd Signature
Amar Dehokhan is a sad song from the band Odd Signature.This song is sung by Ahasan Tanvir Pial and lyrics written by Moontasir Rakib.Amar Dehokhan is composed by Odd Signature(the band).This song is released on Oct 25, 2020.
Song Credit:
Song: Amar Dehokhan
Band: Odd Signature
Music : Moontasir Rakib
Lyrics : Moontasir Rakib
Vocal– Ahasan Tanvir Pial
Second/ Back vocal– Moontasir Rakib
Label: Odd Signature
Release Date : Oct 25, 2020
Amar Dehokhan Lyrics in Bangla
একা বসে তুমি,দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো,
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। - [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে,
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিও না শ্মশান,
এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা,
যা ফেলে গেছি।
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। - [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।