Amay Bhashaili Re Lyrics
This Bhatiali Bangla Folk Song Is Sung by Vota Khepa Amay Dubaili Re Aamy Bhashaili Re Bangla Lyrics written by Polli Kobi Jasimuddin. Remake Version Song sung by Runa Laila, Kumar Sanu And many verious artists. Amay Vashaili Re Hindi Version Song Is Sung by Alamgir And Fariha Pervez from Coke Studio.
Song info:
Song Name: Amay Dubaili Re Amay Bhashaili Re
Lyricist: Polli Kobi Jasim Uddin
Singer: Vota Khepa
Tune: Traditional
Director: Soumik Dutta
Producer: Trisha Chatterjee
Music Label: Folk Studio Bangla
Amay Bhashaili Re Lyrics In Bengali
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরেঅকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
কুল নাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে,
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম
জীবনের ভেলা ভাসাইলাম কেউনা তা জানে রে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে।
আসমান চাহে দরিয়া পানে,
দরিয়া আসমান পানে (x2)
আরে লক্ষ বছর পার হইলো
লক্ষ বছর পার হইলো কেউ না তা জানে রে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে (x2)
কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি,
কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি
আরে সাবধানে চালাইয়ো মাঝি,
আরে সাবধানে চালাইয়ো মাঝি
আমার ভাঙা তরী রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে,
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে।