Ami Je Ke Tomar Title Song Lyrics
The song is sung by Armaan Malik Music composed by Indraadip Das Gupta Starring: Ankush Hazra, Nusrat Jahan And Sayantika Banerjee. Directed by Ravi Kinagi.
Movie: Ami Je Ke Tomar (2017)
Song: Ami Je Ke Tomar (আমি যে কে তোমার)
Singer: Armaan Malik
Music: Indraadip Das Gupta
Lyrics: Prasen
Director: Ravi Kinagi
Star Cast: Ankush Hazra, Sayantika Banerjee, Nusrat Jahan
Production: Shree Venkatesh Films
Ami Je Ke Tomar Song Lyrics by Kishore Kumar
Ami Je Ke Tomar Title Song Lyrics in Bangla
কেন যে মন খারাপেরনেমেছে রাত পাড়াতে
বসেছি সব হারাতে
খুজে দাও, খুজে দাও।
যে পথে এগিয়েছে পা
সেও আমায় চেনে না
আমি তো ফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে নাও।
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
ও আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারিতো থাকবো।
তোমাকেই রাত, তোমাকেই ভোর
প্রতিদিন ফিরে ফিরে চাই
তোমাকেই সুর, তোমাকেই গান
বলো কেন এঁকে এঁকে যাই।
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
ও আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।