Bondhu Bine Pran Bache Na Lyrics by Tanmay Kar And Friends
Bondhu Bine Pran Bache Na Sylheti Dhamail Folk Song Performed by Tanmay Kar And Friends. Originaly This Song Tune By And Song Lyrics In Bengali Written by Radharaman Dutta.
Song: Bandhu Bine Pran Bache Na
Lyrics & Tune: Radharaman Dutta
Performed by: Tanmay Kar & Friends
Video & Editing: Eddie
Mixing and Mastering: Crossfade Studio
Bondhu Bine Pran Bache Na Song Lyrics In Bengali
বন্ধু বিনে নাইযে গতিকিবা দিবা কিবা রাতি,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
ছুটলে পাখি ধরা দিবে না
ছুটলে পাখি ধরা দিবে না,
এগো ছুটলে পাখি ধরা দিবে না
এগো ছুটলে পাখি ধরা দিবে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
কী মধু খাওয়াইল জানি না
কী মধু খাওয়াইল জানি না,
এগো কী মধু খাওয়াইল জানি না
এগো কী মধু খাওয়াইল জানি না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।