Dhana Dhanya Pushpa Bhara Lyrics
The song is sung by Lopamudra Mitra from India and Imran, Nancy, Anika, Masum from bangladesh and many more verious artists Dhono Dhanno Pushpe Bhora Sokol Desher Sera Poem song Lyrics written by Dwijendralal Ray.
Song: Dhana Dhanya Pushpa Bhora (ধনধান্য পুষ্প ভরা)
Writer & Composer: Dwijendralal Roy
Singer: Lopamudra Mitra
Sand Animation: Bappa Maji
Direction: Ranjay Rc
Singer: Imran, Nancy, Anika, Masum
Music Producer: Sandhi
Starring: Shipan, Tamim, Sanj John, Sanjana Riya
Produced by: Praan Frooto
Dhana Dhanya Pushpa Bhara Lyrics In Bengali
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাতাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।