Dur Dipo Basini Lyrics | Nazrul Geeti

Dur Dipo Basini Lyrics - Nazrul Geeti

Singer: Asha Bhosle
Taal: Kaharba

Dur Dipo Basini Lyrics In Bangla

দূর দ্বীপবাসিনী,

দূর দ্বীপবাসিনী,
চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী (x2)
দূর দ্বীপবাসিনী, আ ..

প্রশান্ত সাগরে, তুফানে ও ঝড়ে
প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগিনী
শুনেছি তোমারি অশান্ত রাগিনী
দূর দ্বীপবাসিনী,
চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী, দূর দ্বীপবাসিনী।

বাজাও কি বন সুর পাহাড়ি বাঁশিতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাঁসিতে (x2)
তব কবরী মূলে, নব এলাচেরও ফুল
দোলে কুসুম বিলাসিনী।

দূর দ্বীপবাসিনী,
চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী, দূর দ্বীপবাসিনী ..

দূর দ্বীপবাসিনী লিরিক্স

Previous Post Next Post