Ekta Chele Lyrics by Sahana Bajpaie
Singer: Sahana Bajpaie
Song: Ekta Chele (একটা ছেলে)
Music: Shayan Chowdhury Arnob
Ekta Chele Lyrics In Bengali
একটা ছেলে মনের আঙিনাতেধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্না খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে (x2)
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে,
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।
আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে,
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে (x2)
সেই ছেলেটা হঠাৎ এলো মনে,
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে,
কেমন যেন হলাম জড়োসড়ো
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়ো।
বন পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলে ভালো সেই ছেলে (x2)
একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স - সাহানা বাজপাই
Tags:
Bangla Songs Lyrics