Jodi Kagoje Lekho Naam Lyrics By Manna Dey
Remake version song is sung by Srikanto Acharya. Music composed by Nachiketa Ghosh. Lyrics written by Gauriprasanna Mazumder.
Singer: Manna Dey
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder
Jodi Kagoje Lekho Naam Lyrics in Bangla
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবেপাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম
হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে!
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা
চোখের আড়ালে, মাটির নীচে ওই
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম