Ke Prothom Kache Esechi Lyrics by Durnibar Saha
Ke Prothom Kache Esechi Lyrics by Durnibar Saha And Meenakshi Mukherjee Originaly This song Is Sung by Manna Dey And Lata Mangeshkar from Shankhabela Bengali Movie Starring: Uttam KumarAnd Madhabi Mukherjee Music composed by Sudhin Dasgupta Tumi Na Aami Song Lyrics written by Pulak Bandyopadhyay.
Movie: Shankhabela (1966)
Singers: Durnibar Saha & Meenakshi Mukherjee
Origianl Composition: Sudhin Dasgupta
Lyrics: Pulak Bandyopadhyay
Music Recreated By: Bachospati Chakraborty & Durnibar Saha
Ke Prothom Kache Esechi Lyrics In Bangla
কে প্রথম কাছে এসেছিকে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি
তুমি না অমি (x2)
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা (x2)
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না অমি
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি
তুমি না অমি
কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়
একাকার করে নিয়েছি
শুরু হল কবে এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না অমি
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি
তুমি না অমি