Keno Bhulte Parchi Na Lyrics by Abir Biswas
Keno Bhulte Parchi Na Song is Sung by Abir Biswas. Starring: Abir, Deblina Sinha, Susmita Bhowmik, Aratrika Kirtania, Sujata Sarkar and Sourav.
Song: Keno Bhulte Parchi Na
Singer: Abir Biswas
Music & Lyrics: Abir-Sourav
Programming, Mix and Master: Abir Biswas
Music Label: Voila Digi
DOP: Adiattaya Chatterjee
Edit and Color: Abir Biswas & adiattaya
Keno Bhulte Parchi Na Song Lyrics In Bengali
ভাবিনি কোনোদিনছেড়ে এভাবে চলে যাবে আমায়,
কেন তুমি বলো আমায় ভালোবাসলেনা?
রাতগুলো সব কেটে যায় আজও শুধুই
তোমার ফেরার আশায়,
তবু তুমি বলো কেন কাছে আসলে না ?
দেখোনা কতটা পুড়েছি ভালোবেসে
খুঁজেছি তোমাকে সেই চেনা শহরে,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন।
তোমার কথাগুলো
আজ আমার কানে ভাসে,
আমি বেঁধে রাখি কিছু স্মৃতি
মনের কিনারাতে,
বুকের যন্ত্রণারা আজও আছে সুখের খোঁজে
আমি লিখছি চিঠি তোরই নামের
অচিন ঠিকানাতে।
বোঝোনি কখনো কি তুমি যে আমাকে?
খোঁজোনি কখনো হারানো ভালোবাসা কে
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন।