Khachar Vitor Ochin Pakhi lyrics by Lalon Shah
Khachar Vitor Ochin Pakhi Song Is Sung by Lalon Shah Bangla folk song. Same Song Is Sung by Kartik Das Baul, Purna Das baul, Sheikh Ishtiaque, Kona, Warfaze Band And Many Various Artists. Khachar Bhitor Ochin Pakhi Bengali Song Lyrics written by Lalon Fakir.
Song: Khachar Bhitor Achin Pakhi
Vocalist: Sheikh Ishtiaque
Guitarist: Bakhtiar Hossain
Drummer: Mark Don
Bassist: Bassbaba Sumon
Mixed & Mastered by: Fuad Al Muqtadir
Cinematography by: Mehedi Rahman Ehab
Directed by: Bassbaba Sumon
Khachar vitor Ochin Pakhi lyrics In Bengali
খাঁচার ভিতর অচিন পাখিকেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মন বেড়ি,
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা,
তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার,
খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন খানে পালায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাঁশের।
কোন দিন খাঁচা পড়বে খসে,
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।