Khola Janala Lyrics by Tahsin Ahmed
Khola Janala Song Is Sung by Tahsin Ahmed Bangla Song. Originaly This Song Is Sung by Wakilur Rahman Milu from Swat Bangla Band. Kokhono Vabini Chole Jabe Tumi Bengali Song Lyrics written by Iaminul Islam.
Song: Khola Janala
Singer: Tahsin Ahmed
Original Song Credits:
Film: Aborton - The Circle
Singer: Wakilur Rahman Milu
Lyricist: Iaminul Islam
Director: Nafi Neetol Sinha
DOP: Shad Bin Atik
Cast: Ashfiq Supantha & Nitol
Khola Janala Song Lyrics In Bengali
খোলা জানালা দখিনের বাতাসেঢেকে যায় পর্দার আড়ালে,
কখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
অনেক পথের পথিক আমি
ক্লান্তি সর্বশেষ,
তোমার পথের ঠিকানা খুঁজে
আমি আজ অবশেষ।
তুমি আমার প্রথম ও শেষ
জীবনের ভালোবাসা,
তোমার মাঝে তাইতো আমার
জীবনের শত আশা..
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা,
কখনো কালো, কখনো নীল
কখনো বা ধূসর সাদা।
আমার আকাশ জুড়ে ছিলো
তোমারই রঙের মেলা,
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে,
তখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।