Khoma Kore Dilam Tomay Lyrics by Keshab Dey
Khoma Kore Dilam Tomay Song is Sung by Keshab Dey. Starring: Keshab Dey, Seeta Debnath, Badhan And Bholanath Dey. Song Lyrics In Bengali Written by Badal.
Song: Khoma Kore Dilam Tomay
Vocal & Music: Keshab Dey
Lyrics: Badal
Arrangement: Anindya B
Mix & Mastering: TR Production Studio
D.O.P: Shampad
Edit: Mimo
Story & Dirrection: Badhan & Shampad
Khoma Kore Dilam Tomay Song Lyrics In Bengali
সে তো ইচ্ছে হলেই পারতোএক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়।
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।
সাজানো দিন গুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়,
আমার দু'চোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়।
তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম,
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।
ফেলে আসা সব স্মৃতি গুলো
আজও তার কথা বলে যায়,
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে তাকে চাই।
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়।
0 comments: