Ki Jala Diya Gela More Lyrics by Hridoy Khan
Song lyrics In Bangla written by Asgar Ali. Originaly this song is sung by Kalyani Ghosh. This Song Is Also Sung by Fazlur Rahman Babu, Dipa, Mahtim Shakib And More Various Artists.
Song: Ki Jala Diya Gela More (কি জালা দিয়ে গেলা মোরে)
Singer: Hridoy Khan
Original Singer: Kalyani Ghosh
Lyric & Tune: Asgar Ali
Music Arrangement: Hridoy Khan
Music Label: Gaanchill Music
Ki Jala Diya Gela More Lyrics In Bangla
কি জ্বালা দিয়ে গেলা মোরে,নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে।
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে।
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালকের উপরে (x2)
সিথিরও সিঁদুরে রাখিব বন্ধুরে,
সিথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে
ভিড়িয়ে রেশম ডোরে,
ভিড়িয়ে রেশম ডোরে।
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
ও.. বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদিনীর ডরে,
না ডাকি ননদিনীর ডরে।
নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বস্র খসি খসি পড়ে (x2)
কহে আসগর আলী, সাধু শত জানি,
কহে আসগর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে,
উদাসী বানাইল মোরে।