Koto Je Tomake Besechi Valo Lyrics by Subir Nandi
Koto Je Tomake Besechi Valo Song Is Sung by Subir Nandi from Usila Bangla Movie. Music composed by Ali Hossain And Koto Je Tomake Besechi Bhalo Bengali Song Lyrics written by Nazrul Islam Babu.
Song: Koto Je Tomake Beshechi Valo
Movie: Usila (1986)
Singer: Subir Nandi
Lyrics: Nazrul Islam Babu
Music: Ali Hossain
Director: Momtaz Ali
Label: Anupam Movie Songs
Koto Je Tomake Besechi Valo Song Lyrics In Bengali
কত যে তোমাকে বেসেছি ভালোসে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না,
যত দেখি তৃষ্ণা মিটে না।
ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলে ঝরে পড়ে জোছনা,
হাসলে ঝরে পড়ে জোছনা।
আমি এই রূপ দেখে দেখে, মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন,
মেঘেরাও পেলো যেন লজ্জা,
মেঘেরাও পেলো যেনো লজ্জা।
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলশয্যা,
মধুময় হলো ফুলশয্যা।
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো,
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।