Lal Paharer Deshe Ja Lyrics by Bhoomi Band
Lal Paharer Deshe Ja Song Is Sung by Soumitra Ray from Bhoomi Band. Lal Paharir Deshe Ja Lyrics From Isspecial Bhumi Band Album. Same Song is Sung by Usha Uthup, Iman Chakraborty, Bishwanath Adhikary And Many Verious Artists In Their Own Way. Lal Paharer Deshe Jaa Dance Cover And Dance Step Performance by Sanchita Jana from Let's Dance With GDA.
Song: Lal Paharer Deshe Ja
Album Name: Isspecial
Singer: Soumitra Ray
Band: Bhoomi
Lal Paharer Deshe Ja Song Lyrics In Bengali
ও নাগর, ও নাগর,ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা,
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি,
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর,
ও নাগর, এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ের দেশে যা,
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
এক্কেবারে মানাইছেনা রে।
নদীর ধারে শিমুলের ফুল,
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা।
সকালে ফুটিবে ফুল,
সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশা রে, এমন ছিলো আশা।
তুই ভালোবেসে গেলি চলে..
ভালোবেসে গেলি চলে,
কেমন বাপের ব্যাটা রে তুই,
কেমন বাপের ব্যাটা।
লাল পাহাড়ি দেশে যা,
রাঙ্গা মাটির দেশে যা,
ইতাক তোকে মানাইছেনা রে,
এক্কেবারে মানাইছেনা রে।
ভাদর মাসে ভাদু পূজা
ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা।
ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা।
ঐ কালো মেয়েটার মন মজেছে,
ঐ কালো মেয়েটার মন মজেছে,
গলায় দিবো মালা রে
তার গলায় দিবো মালা।
তুই মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনা রে,
ও নাগর, ও নাগর,
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা,
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে..