Mary Ann Lyrics | Anjan Dutta

Mary Ann Lyrics by Anjan Dutta

Song Info:
Song: Mary Ann
Album Name- Purono Guitar
Singer- Anjan Dutta
Year- 1995

Mary Ann Lyrics in Bangla

কালো সাহেবের মেয়ে
ইশকুল পালিয়ে
ধরতে তোমার দুটো হাত
কত মার খেয়েছি
মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ
বয়স তখন ছিলো
পনেরো তাই ছিলো
স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভেতর ছিলো
এলভিস প্রিসলি
খাতার ভেতর তোমার নাম

ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি
ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি

করে সব এলোমেলো
এলভিস চলে গেলো
কেটে গেলো বছর অনেক
তোমারও মামা কাকা
একে একে পাড়ি দিলো
সব্বাই মিলে বিলেত
রয়ে গেলে তোমরা
আকড়ে রিপন স্ট্রিট
দু'টো ঘর সিড়ির তলায়
নোনা দেয়াল থেকে
যীশূ ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনো

ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি
ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি

রিকশায় চড়ে তুমি
দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়
পাক ধরে গেছে চুলে
গাল দুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়
কোন এক অফিসেতে
Shorthand নিতে নিতে
নখগুলো গেছে ক্ষয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে

ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি
ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি

তোমার বাবা ছিলো
ইঞ্জিন ড্রাইভার
আমার বনেদি ব্যবসা
বংশের ইজ্জত রাখতে হলে
বউ হতে হবে ফর্সা
বাঙালীর ছেলে তাই
গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে

ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি
ম্যারি এ্যান
ম্যারি ম্যারি এ্যান
ম্যারি এ্যান ম্যারি

ম্যারি এ্যান লিরিক্স

Previous Post Next Post