Muthor Bhetor Tumi Nei Lyrics by Mahtim Shakib
Muthor Bhetor Tumi Nei Song Is Sung by Mahtim Shakib from Amar Tumi Bangla Natok. Starring: Ziaul Faruque Apurba And Tasnia Farin. Music Composed by Ahmmed Humayun And Kopale Chilo Na Tomar Naam Lyrics In Bengali Written by Shomeshwar Oli.
Song: Muthor Bhetor Tumi Nei
Natok: Amar Tumi
Singer: Mahtim Shakib
Lyrics: Shomeshwar Oli
Tune & Music: Ahmmed Humayun
Direction: Mehedi Hasan Jony
Label: Soundtek
Muthor Bhetor Tumi Nei Song Lyrics In Bengali
কপালে ছিলো না তোমার নামতবু তোমার প্রেমেতেই পড়লাম,
আর কি কোনো মানুষ ছিলো না
আমি কেন তোমার হতে গেলাম?
হারতে হবে জেনেও আমি
ছাড়তে হবে জেনেও আমি,
তোমায় বাজি ধরলাম।
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই।
গল্পে গল্পে যায় যে বেলা
অল্পে বাড়ে অবহেলা ..
এই কি বলো তব খেলা
এই তুমি কি তুমি সেই?
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই।
স্বপ্নে স্বপ্নে যাও যে ডেকে
প্রশ্নে জড়াও দূর থেকে ..
যায় না চেনা হাসি দেখে
এই তুমি কি তুমি সে?
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই।
0 comments: