Opare Thakbo Ami Lyrics by Kishore Kumar
This song Sung by Kishore Kumar from Jibon Maran bengali movie. This remake song sung by Anupam Roy (zee bangla cinema song connection) Music Composed by Abhishek And Ashu.
Song Name: Opare Thakbo Ami
Film Name: Jibon Maran
Singer: Anupam Ray
Originaly Sung by: Kishore Kumar
Original Song Composer: Ajoy Das
Music Rearranged by: Abhishek And Ashu
Lyrics: Pulak Banerjee
Keyboards: Sayantan Drums: Sagar
Acoustic Guitar: Abhishek
Electric Guitar: Abhirup
Bass Guitar: Ashu
Tabla: Suman Flute: Soumojyoti
Opare Thakbo Ami Lyrics In Bangla
ওপারে থাকবো আমিতুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে (x2)
পরবে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে।
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
মন্ত্রে যখন এক হবে দুটি মন
এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন
ভালো লাগার আবেশ হয়ে আমি
থাকবো অন্তরে।
ফুটবে যখন চৈত্র দিনের ফুল
আর সোহাগের নদী ভেঙ্গে যাবে তার কুল
তখন আমি গানের পাখি হবো
দূর আকাশ পারে।
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
দেখবো তোমারে...