Pindare Polasher Bon Lyrics
The song is sung by Musicity Starring: Madhumita Chakraborty This popular Purulia Jhumur song sung by Silajit Majumder and many verious artists. Polasher Bon Revisited Video Song directed by Sourav Chakraborty.
Song Name: Polasher Bon Revisited
Starring: Madhumita Chakraborty & Musicity
Music Produced by: Musicity
Lyrics: Sunil Mahato
Director: Sourav Chakraborty
Cinematography: Roz Alam
Editor: Amitabvo Dasgupta
Music Label: SVF Music
Pindare Polasher Bon Lyrics In Bangla
পিন্দারে পলাশের বনপালাবো পালাবো মন (x2)
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হেই, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে
বতরে পিরিতের ফুল ফুটে.
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আমার বধু রাতকানা
বাড়ির পথে আনাগোনা (x2)
দিন সরাই উঠে ধান কুটে
হিং সরাই উঠে ধান কুটে
হেই, হিং সরাই উঠে ধান কুটে
হে কুটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
আলতা সিন্দুরে রাঙা
বিহা ছেড়ে করবো সাঙা
ওরে আলতা সিন্দুরে রাঙা
বিহা ছেড়ে করবো সাঙা
দেখ বউ টা খাটে কিনা খাটে
হেই, দেখ বউ টা খাটে কিনা খাটে
হে খাটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
সুনিলের বটে চূড়া
দেখিসনাবো ভৈরব খুড়া
ও..হো সুনিলের বটে চূড়া
দেখিসনাবো ভৈরব খুড়া
দিসনা বা ধুলা পরের ভাতে
হেই, দিসনা বা ধুলা পরের ভাতে
হে ভাতে রে
বতরে পিরিতির ফুল ফুটে
আরে বতরে পিরিতির ফুল ফুটে
পিন্দারে পলাশের বন
পালাবো পালাবো মন (x2)
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হেই, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে
বতরে পিরিতের ফুল ফুটে.
আরে বতরে পিরিতির ফুল ফুটে..