Sonar Kathi Lyrics by Taalpatar Shepai
Sonar Kathi Song is Sung by Pritam Das from Taalpatar Shepai. Starring: James Suraj Barwa And Coretta Sangma. Music Composed by Pritam Das And Song Lyrics In Bengali Written by Kritee Roy. Song Mixing And Mastering By Suman Ghosh And Biswajyoti Chakraborty.
Song: Sonar Kathi
Composer & Vocalist: Pritam Das
Lyricist: Kritee Roy
Recording Studio: Blooperhouse Studios
Direction: Pritam Das
Cinematography: Abhishek Srivastava,
Pritam Das, James Suraj
Video edit: Suman Ghosh & Pritam Das
Label: Taalpatar Shepai
Sonar Kathi Song Lyrics In Bengali
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরেশঙ্খচিলের বাসা বড় দূরে,
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে।
আমি সোনার কাঁঠির ঠিকানা কি জানি
আমি সোনার, কাঁঠির, ঠিকানা কি জানি
তোমার আঙুল ছুঁতেই হঠাৎ শিরশিরানি।
লা লা লা লা লা রা ..
আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর,
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা,
যেন ভালোবাসা নিজেই রূপকথা।
লা লা লা লা লা রা ..
আমি শীতের দুপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা,
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে।
তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো,
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ,
তোমার হাতের মুঠোয় স্পর্শকাতর দাগ।
লা লা লা লা লা রা ..